Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে তাপমাত্রা কমবে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১০:৪৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১২:১৯

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার আকাশে আজ সকাল থেকেই সূর্যের দেখা মিলছে না। সকাল থেকে হালকা মেঘে ঢাকা আকাশে সূর্যের উঁকি না মেলায় বাতাসে অনুভূত হচ্ছে শীতলতা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন মেঘলা আবহাওয়া থাকতে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৮ মিনিটে।

এদিকে সারা দেশের আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি পরিবর্তনের এই সময়ে মেঘলা আকাশ ও তাপমাত্রা কমে আসায় শীতের আগমনী বার্তা অনুভব করছেন রাজধানীবাসী।

বিজ্ঞাপন

আমরণ অনশনে অনড় তারেক রহমান
৬ নভেম্বর ২০২৫ ১২:০৪

আরো

সম্পর্কিত খবর