Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বার্থান্বেষী মহল পুলিশকে অনৈতিকভাবে ব্যবহার করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১১:৫৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৪:২৮

বক্তব্য দিচ্ছেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ডেভলপমেন্ট) সরদার নূরুল আমিন। ছবি: সারাবাংলা

নোয়াখালী: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ডেভলপমেন্ট) সরদার নূরুল আমিন বলেছেন, ‘যেকোনো রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হলো পুলিশ বাহিনী। এটি সব সময় সরকারের দৃশ্যমান অবয়বক হিসেবে পরিচিত। আমরা বিগত সময় দেখেছি পুলিশকে কিছু স্বার্থান্বেষী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক ও অন্যায়ভাবে ব্যবহার করেছে। এর ফলে পুলিশের কার্যক্রমের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। যার প্রতিচ্ছবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দৃশ্যমান হয়েছে। এ অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫২তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের উন্নয়নের প্রধান নিয়ামক। স্থিতিশীল আইনশৃঙ্খলার অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। সর্বোপরি জনজীবন বিপন্ন হয়ে পড়ে। তাই বর্তমান সরকার পুলিশকে একটি জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। যার জন্য পুলিশে ব্যাপক সংস্কারের কাজ করছে সরকার। আমরা আমাদের অতীতের ত্রুটিগুলো নিরূপণের চেষ্টা করছি।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, কুচকাওয়াজ, প্যারেডসহ বিভিন্ন ডিসপ্লে পরিদর্শন করেন এবং পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর