Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১২:২০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালির এই আয়োজনে ছিল ক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর টাঙ্গাইল শাখা।

র‍্যালিটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সেনা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন, টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রোকনুজ্জামান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেকুর রহমান, টাঙ্গাইল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন দিপু, এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মেসির হাতে মায়ামি শহরের চাবি!
৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর