Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে বাংলাদেশিদের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৩:১৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

রিয়াদের বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন প্রকার সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৫ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস অবহিত হয়েছে।

বিজ্ঞাপন

এমতাবস্থায়, প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসাথে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।