Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান জেলা কৃষক দলের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৮

জেলা কৃষক দলের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবান জেলা কৃষক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের ৩০০ নং আসনের (বান্দরবান) ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বান্দরবানের পুরাতন রাজবাড়ীস্থ রাজপুত্র সাচিং প্রু জেরীর বাসভবন প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুত্র সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বান্দরবান জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া এবং সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন।

মতবিনিময় সভায় জেলা কৃষক দল, সদর পৌর কৃষক দল ও সদর উপজেলা কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সভায় রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ধানের শীষের বিজয় মানেই দেশের কৃষকের বিজয়। কৃষকই দেশের মেরুদণ্ড, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় পাশে থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর