Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট দিন: বাংলাদেশ ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৭:৩১

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

ঢাকা: জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময়ে গণভোট দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।

তারা বলেন, ‘সরকারের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতার কারণেই রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। নিয়মতান্ত্রিক উপায়ে সনদ বাস্তবায়নের পথ তৈরি না হলে গণতান্ত্রিক পক্রিয়া বাঁধাগ্রস্থ হতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনী ভিত্তি না দিলে নতুন নতুন সমস্যার সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

আরো

সম্পর্কিত খবর