ঢাকা: গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতার আসামিরা হলেন- ঢাকা জেলার সাভার উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা সোহানুর রহমান সোহান (২১), ভাটারা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলাম (৩৮), কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন (২৮) ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান (৫০)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) রাত ৮ টায় ডিবি-উত্তরা বিভাগ ঢাকা জেলার সাভার থানাধীন আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করে। একই দিন রাত পৌনে ৮ টার দিকে ভাটারা থানাধীন সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।
অন্যদিকে বুধবার (৫ নভেম্বর) বিকেলে ডিবি-লালবাগ বিভাগ বংশাল থানা এলাকা থেকে মো. রুহুল আমিনকে গ্রেফতার করে। একই দিন দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে কাজী আতিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।