Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের শীর্ষ ১০ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে বিজিএমই‘র চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২১:০০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ২৩:০৩

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষ ৯টি হাসপাতাল ও ১ টি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ জানায়, এই চুক্তির ফলে সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে (ডিসকাউন্ট রেটে) উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক সুবিধা পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক এনামুল আজিজ চৌধুরী এবং প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী।

বিজ্ঞাপন

চুক্তি সই করা প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ল্যাবএইড গ্রুপ ও ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, শমরিতা হসপিটাল, ইউনাইটেড হসপিটাল এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড। বিজিএমইএ এর পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান খান সমঝোতা স্মারককে সই করেন ।

প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড এর চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান চৌধুরী; ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর হেড অব মার্কেটিং হাদিউল করিম খান; তিনটি প্রতিষ্ঠান- ল্যাবএইড গ্রুপ, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ল্যাবএইড গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার শরীফ মোহাম্মদ আবিদ; পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ অচিন্ত্য কুমার নাগ; প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড এর সিইও মোহাম্মদ আব্দুল মতিন ইমন; শমরিতা হসপিটাল লিমিটেড এর কনসালটেন্ট ও সিইও ডাক্তার সাইফুদ্দিন আহমেদ সজিব; ইউনাইটেড হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মালিক তালহা ইসমাইল বারি; ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর সিইও মোহাম্মদ ফাইজুর রহমান সমঝোতা স্মারকে সই করেন।

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৬ নভেম্বর ২০২৫ ২২:৫৮

আরো

সম্পর্কিত খবর