রংপুর: দ্রুত পরিবর্তনশীল সমাজে উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যই তাদের শিক্ষা, কর্মদক্ষতা ও সামাজিক আচরণের ভিত্তি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত ‘শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, বিষণ্নতা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও কাউন্সেলিং সেবা চালু আছে, ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারিত করা হবে। “সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদান এখন সময়ের দাবি,” বলেন তিনি।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ ডা. এ. এম. এম. শাহরিয়ার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. খন্দকার আনজুমান আরা বেগম। তিনি বিষণ্নতার লক্ষণ, প্রতিরোধ কৌশল, থেরাপি ও পরামর্শ সেবার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, নিয়মিত ব্যায়াম, সামাজিক যোগাযোগ ও প্রফেশনাল সহায়তার মাধ্যমে বিষণ্নতা নিয়ন্ত্রণ সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় বিশেষ করে জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘উপাচার্যের এই ঘোষণা স্বাগত। মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হলে আমরা উপকৃত হব।’