খুলনা: খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সর্দারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, রাতের দিকে রহিমনগর এলাকার মানিক সরদারের বালুর মাঠে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহেল হাওলাদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’