Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে ৫০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১০:৫০

নতুন যোগ দেওয়া সদস্যদের ফুল দিয়ে বরণ করছেন বিএনপি ফজলে হুদা বাবুল।

নওগাঁ: জেলার বদলগাছী উপজেলায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (নারী-পুরুষ) পরিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর)) রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। ফজলে হুদা বাবুল কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।

এ সময় ফজলে হুদা বাবুল তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় নবাগতরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া ও ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিএনপিতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষ জানান, ফজলে হুদা বাবুল এলাকার সন্তান ও তাদের পরিচিত। তিনি আগে থেকেই তাদের খোঁজখবর রাখতেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে ভালোবেসে তারা বিএনপিতে এই যোগদানের সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সব ধর্ম, বর্ণ মানুষের সমান অধিকার নিশ্চিতের কথা উল্লেখ করেছেন। সনাতন ধর্মাবলম্বীসহ সবার অধিকার যাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদের কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সবার মর্যাদা সমুন্নত থাকবে। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখব।’

এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর