চুয়াডাঙ্গা: অবৈধ পাঁচ কেজি ওজনের ১২ কোটি টাকার অবৈধ সোনা আত্মসাতের ঘটনায় জড়িয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দীনসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সীমান্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় গোয়ালপাড়া বাজারে সীমান্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে। বিএনপির এই ভালো অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চোরাকারবারিদের পাঁচ কেজি ওজনের ১২ কোটি টাকার অবৈধ সোনা আত্মসাতের বিষয়টি নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।
সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি গোয়ালপাড়া থেকে পাঁচজনকে অপহরণ করার পর সাধারণ কৃষক স্বপন আলীসহ আরও দুজন জানিয়েছেন, তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালন জড়িত। তারা সবাই যশোর এলাকার ভারতীয় সোনা চোরাকারবারির লোক। জীবননগরের কেউ অপহরণের সঙ্গে জড়িত ছিল না।
একই কথা জানিয়েছে, তাদের পরিবারের সদস্যরাও। তারপরও জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনসহ বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। ময়েন, আব্দুল মজিদসহ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়ানোর চেষ্টা করেন। তবে বিষয়টি সমাধান করতে না পারায় তিনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য বলেন। এ ঘটনার সঙ্গে এর বাইরে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি উপকার করতে গিয়ে নানা মিথ্যা অপবাদের শিকার হচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে অপহরণের শিকার স্বপন আলীসহ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ভুক্তভোগী চারজন বলেন, তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালন। এছাড়া ভারতীয় অবৈধ সোনা চোরাকারবারি ও যশোরের লোকজন জড়িত।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি সদস্য টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সহ-সভাপতি বিপলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, অবৈধ সোনা আত্মসাৎকে কেন্দ্র করে গত ১২ ও ১৩ অক্টোবর গোয়ালপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫), আনারুল ইসলাম (৫০), হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলামকে (৪৪) অপহরণ করা হয়। গত বুধবার সকাল ৭টার দিকে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও পুলিশ সুপারের বিশেষ একটি দল সম্মিলিত অভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারবাড়ি থেকে অপহৃতদের উদ্ধার করে। এ সময় বিল্লাল হোসেন (৪০), সাগরিকা খাতুন (২৮) ও বিকাশ দেবনাথকে (৩০) গ্রেফতার করা হয়। এর আগের দিন জীবননগর থানা পুলিশ আরও দুজনকে গ্রেফতার করে।