বগুড়া: বগুড়ায় আল-রাজী মেডিকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের সাতানী বাড়ীর ঘোড়াপট্রিতে এর উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান ফয়জুল হাসান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের সাবেক আরএমও ও এনডিএফ বগুড়ার সভাপতি ডা. সোলায়মান আলী।
বিশেষ অতিথি ছিলেন এনডিএফ বগুড়ার সভাপতি ডা. রিয়াকত আলী, সেক্রেটারী ডা. মাহবুবুর রহমান, আই বি ডাব্লিউ এফ বগুড়ার সভাপতি মাহফুজুল হক, এনসিপি বগুড়ার সমন্বয়ক আব্দুল্লাহিত তাকি, বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান আসলাম হোসেন বিপু, ব্যবস্থাপনা পরিচালক জামিল মাহমুদ, পরিচালক নোমান আকন্দ, আব্দুল্লাহ আল মাহমুদ, বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, মাহবুবুর রহমান মুকুল, ইয়াকুবিয়া স্কুল এন্ড কলেজের অভিভাবক কমিটির সভাপতি মোশাররফ হোসেন, আব্দুর রউফ, পরিচালক নাছিমা আকতার, ডা. তৌফাতুন নেছা শ্রাবণী, মাসুম হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।