Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমা চাইলেন সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ২০:০৬

বক্তব্য দিচ্ছেন মেজবাহ উদ্দিন ফরহাদ। ছবি: সারাবাংলা

বরিশাল: ‎জনসভায় প্রকাশ্যে আইনজীবীদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি বলেছেন, অনিচ্ছাকৃতভাবে অসাবধানতাবশত আইনজীবীদের নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

‎শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। ফরহাদ বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ‘গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। সেই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি, যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি উপলব্ধি করেছি, এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল। আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। বাংলাদেশের আইন-আদালত ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং অনস্বীকার্য। আমার বক্তব্যে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে, আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি।’

‎সাবেক সংসদ সদস্য ফরহাদ বলেন, ‘আমি কারও মর্যাদা ক্ষুণ্ন করতে চাইনি। আমার কথায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে তার জন্য আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকব।’

‎প্রসঙ্গত, সম্প্রতি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের এক জনসভায় তিনি তার বক্তব্যে বলেছিলেন, ‘ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার।’ যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আইনজীবী সমাজে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাছাড়া একই দিন সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বিক্ষোভ এবং ফরহাদের কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারীরা।

এরপর শুক্রবার ঘটনাটি নিয়ে অনুতাপ প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।