ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির কর্মসূচি পালনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনে দুই মনোনয়ন প্রার্থীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
একপক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্যপক্ষের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উভয়পক্ষ জেলার বোয়ালমারী বাজারে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষ্যে কর্মসূচি আহ্বান করে।
স্থানীয়রা জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে দুইপক্ষের লোকজন বোয়ালমারী বাজারে জড়ো হচ্ছিলো। একসময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিকাল সাড়ে চারটার দিকে খন্দকার নাসিরুল ইসলামের পক্ষের শত শত অনুসারী লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে বোয়ালমারী বাজারের ওয়াবদা এলাকায় ঝুনু সমর্থিতদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় বিক্ষুব্ধরা আশেপাশের অন্তত ৮ থেকে ১০টি দোকান ভাঙচুর করে। তারা অন্তত আট থেকে দশটি মোটরসাইকেলে আগুন দেয়।
প্রায় এক ঘণ্টা সময় ধরে এই ধ্বংসযজ্ঞ চলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে আসলে বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে পড়ে ফিরে যায়।
পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ খবর লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।