বরিশাল: বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী র্যাব সদস্য আনোয়ার আকন (৪২) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের নলছিটি উপজেলায় দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
নিহত আনোয়ার আকন উপজেলার দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক আকনের ছেলে। তিনি বিজিবি সদস্য হিসেবে বর্তমানে র্যাব-৪ কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে নিহত আনোয়ারের কলেজশিক্ষার্থী মেয়ে আইরিন, ইজিবাইক চালক ও অপর এক যাত্রী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত অপর দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি।
নিহত আনোয়ারের শ্যালক মো. তামিম বলেন, ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে ছুটিতে বাড়ি এসেছেন আনোয়ার। সকালে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে জুরকাঠিতে যান। সেখান থেকে শ্বশুরবাড়ি বুড়িরহাটে যেতে ইজিবাইকে ওঠেন তারা। পথে ঢাকা থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী খান পরিবহনের একটি বাস উলটো পথে ঢুকে পড়লে ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে আইরিনের দুই পা ভেঙে গেছে। এ ছাড়া ইজিবাইক চালকসহ অপর যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক।
নলছিটি ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনার পর মহাসড়কে যানজট লেগে যায়। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ঘটনার পরপর চালক ও সহকারী বাস রেখে পালিয়ে গেছেন।