Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ০৯:২৪

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা আজমপুর ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে নিহত ইউসুফের বোন জামাই সাইদুল ইসলাম জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। ইউসুফ হোসেনের বাবার নাম হারুন মিয়া। বর্তমানে উত্তরা কাঁচা বাজার দেওয়ান বাড়ি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি এবং উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় দূরদূরান্ত থেকে আসা মাছের ট্রাকে কাজ করতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাতে কোনো কাজে আজমপুর ফ্লাইওভারের নিচে নাস্তা পার হচ্ছিলেন ইউসুফ। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ওই ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর