ভারতের নারী বিশ্বকাপ জয়ে বড় সুবাতাস বইছে নারী ক্রিকেটে। নারী ক্রিকেট যেন ছড়িয়ে যায় আরও অনেক দেশে, এই লক্ষ্যেই নতুন এক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে, নারীদের আগামী ওয়ানডে বিশ্বকাপে ৮ দলের পরিবর্তে ১০ দল অংশ নেবে।
ভারতে অনুষ্ঠিত এবারের নারী বিশ্বকাপে অংশ নিয়েছিল ৮ দল। অবিশ্বাস্য পারফর্ম করে প্রথমবারের মতো শিরোপা জেতে স্বাগতিক ভারত।
আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ফাইনালের ভেন্যু নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ছিল হাজারো দর্শকে ভরপুর। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে দর্শকের এমন উন্মাদনা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বলছে, ‘টুর্নামেন্টের সাফল্যের ওপর ভিত্তি করে আরও অগ্রগতি আনতে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী আসরে ৮ দলের পরিবর্তে ১০টি দল অংশ নেবে।’
আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত এসেছে অলিম্পিক গেমস নিয়েও। পরবর্তী অলিম্পিকে থাকছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে ছয়টি করে পুরুষ ও নারী দল খেলবে, তা আগেই জানা গিয়েছিল। আইসিসি এবারের সভায় ম্যাচের সংখ্যাও নির্ধারণ করেছে। আসরে মোট ২৮টি ম্যাচ হবে বলে জানানো হয়েছে।
অলিম্পিকের পাশাপাশি আফ্রিকান গেমস ও প্যান আমেরিকান গেমসেও ক্রিকেটের অভিষেক হতে চলেছে। ২০২৭ সালে মিসরের রাজধানী কায়রোয় আফ্রিকান গেমস এবং পেরুর রাজধানী লিমায় হবে প্যান আমেরিকান গেমস। দুটি আসরেই ক্রিকেট যুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইসিসি।