Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালিসিমা ২০২৬
মেসি-ইয়ামাল মুখোমুখি হবেন কবে, কোথায়?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১১:০৮

ফাইনালিসিমায় মুখোমুখি মেসি-ইয়ামাল

দুই দল মুখোমুখি হবে ফাইনালিসিমায়, এ জানা ছিল আগেই। তবে আর্জেন্টিনা-স্পেন কবে ও কোথায় মুখোমুখি হবে, সে নিয়ে ধোঁয়াশা যেন কাটছিল না কিছুতেই। অবশেষে পাকাপাকিভাবে নির্ধারিত হলো এই মহারণের দিনক্ষণ।

আগে জানা গিয়েছিল, ২০২৬ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-স্পেন ম্যাচটি। তবে এবার ফিফা জানিয়েছে, ২৮ মার্চ নয়, ২৭ মার্চ হবে এবারের ফাইনালিসিমা।

ফাইনালিসিমা কোথায় হবে, সে নিয়েই ছিল জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত ফাইনালিসিমার ভেন্যু হিসেবে উঠে এসেছে কাতারের লুসাইল স্টেডিয়ামের নাম।

এই লুসাইল স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল মেসির আর্জেন্টিনা। একি স্টেডিয়ামে টানা দ্বিতীয়বার ফাইনালিসিমা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালিসিমা জিতেছিলেন মেসি। ২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। একই বছর ইউরো জিতেছিল ইয়ামালের স্পেন।

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াইয়ের বাকি আর মাত্র কয়েক মাস। ফুটবল মাঠে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ফাইনালে কে হাসবে জয়ের হাসি?

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর