Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লোকাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৪:৩৭

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে।

বেনাপোল: “তোমরাই আগামী দিনের বাংলাদেশ” এই শ্লোগানে শার্শা উপজেলা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ড. আব্দুল মতিন।

অনুষ্ঠানটি আয়োজন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, এবং সঞ্চালনা করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব্যক্তিত্ব সাফাউদ্দিন খান, শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু এবং নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার গর্ব। তাদের এই সাফল্য আগামী দিনে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন অতিথিরা।

অনুষ্ঠানে শার্শা উপজেলার মোট ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর