রাজবাড়ী: ‘প্রগতির পথে জীবনের গান’-এই শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে শহরের শহীদ স্মৃতি চত্বর সংলগ্ন বটতলার মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস।
অনুষ্ঠান শুরুতে শোভাযাত্রা বের করা হয়। এরপর উদীচীর শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর ৫ গুণীজনকে সংবর্ধনা ও আটজনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় জেলা উদীচীর সভাপতি শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবদুল মোতালেব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কমরেড আবদুস সামাদ মিয়া, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী দেবাহুতি চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক লাইলী নাহার, মানবিক চিকিৎসক পূর্ণিমা দত্ত, সাগুতা সরকার বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কমল কে সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, লড়াই ও সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখছে। উদীচীর জন্মই হয়েছে অন্ধকার সরিয়ে মুক্তির আলোয় জাতিকে উদ্ভাসিত করার অঙ্গীকার নিয়ে। যখনই দেশে কোনো সংকট দেখা দেয়, তখনই উদীচী আলোকবর্তিকা হয়ে মানুষকে পথ দেখানোর চেষ্টা করে। শোষিত-বঞ্চিত-লাঞ্ছিত মানুষের পাশে কাজ করছে উদীচী।
আলোচনা সভাশেষে উদীচীর শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।