Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠ পর্যায়ে ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২০:০৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২১:৩০

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসি জানায়, একই পদে যারা দীর্ঘ দিন আছে নির্বাচনের আগে তাদের সবাইকে বদলি করা হবে। এছাড়া তফসিল ঘোষণার পর প্রশাসনেও বড় রদবদল আসবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর