Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসলামী দল ক্ষমতায় এলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২৩:০৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২৩:০৫

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী জনসভায় দলটির সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন, ইসলামী দল ক্ষমতায় এলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার দক্ষিণ চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, “ইসলামী দল ক্ষমতায় এলে বিগত দেড় যুগের অপূর্ণ প্রত্যাশা পূরণ হবে। জুলুম-অত্যাচার উৎখাত করে দেশ পুনর্গঠনে ইসলামী দলগুলোকে ভোট দিন।”

সভায় ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আয়ুবী বলেন, “ভোট একটি পবিত্র আমানত। দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের কাছে এ আমানত নষ্ট করা যাবে না। ইসলামিক দলগুলোকেই জনগণের প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে।”

বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, মুফতি মাহমুদুল হাসান ফায়েক, চরভদ্রাসন উপজেলা সভাপতি মুফতি জাকারিয়া, সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী ও ভাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

জনসভায় খণ্ড খণ্ড মিছিলসহ বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর