Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামিক সলিডারি গেমসে মারজিয়ার ৩ পদক

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১১:৩৭

তিনটি পদক জিতলেন মারজিয়া

সৌদি আরবের রিয়াদে চলমান ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে দারুণ সূচনা করলেন ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা। ৫৩ কেজি ওজন শ্রেণিতে দুর্দান্ত পারফর্ম করে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

ভারোত্তোলনের নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং দুই লিফটের যোগফল (টোটাল) এই তিন বিভাগেই আলাদা পদকের জন্য লড়েন। মারজিয়া পদক জিতেছেন তিন বিভাগেই।

প্রথমে স্ন্যাচ ক্যাটাগরিতে ৭২ কেজি উত্তোলন করেন মারজিয়া। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯১ কেজি। দুই মিলিয়ে তার মোট উত্তোলনের পরিমাণ দাঁড়ায় ১৬৩ কেজি। এই পারফরম্যান্সের সুবাদে তিনি তিনটি বিভাগেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। এই ইভেন্টে সোনা জিতেছেন তুরস্কের জানসেল ওজকেন এবং রুপা জেতেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া।

বিজ্ঞাপন

একই দিনে বাংলাদেশের আরও দুই ভারোত্তোলকের খেলা ছিল। তবে তারা পদকের দেখা পাননি। ৪৮ কেজি ওজন শ্রেণিতে মোসাম্মত বৃষ্টি পঞ্চম এবং ৬০ কেজি ওজন শ্রেণিতে আশিকুর রহমান ষষ্ঠ স্থান অর্জন করেন।

মারজিয়ার এই সাফল্যের ফলে ইসলামিক সলিডারিটি গেমসের ইতিহাসে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়াল ১০টি। এর আগে ২০২২ সালে তুরস্কে আর্চারি দল একটি রুপা ও দুটি ব্রোঞ্জ এবং ২০১৭ সালে বাকুতে শুটিং ও রেসলিং মিলিয়ে একটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

গত ৭ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা ২১ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আসরে ৫৭টি দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেটের মধ্যে বাংলাদেশ থেকে ১০টি খেলায় ৩৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর