Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৫ ১১:০৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১২:৪৮

ছবি: রয়টার্স

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্যারানা রাজ্যে প্রবল বাতাস ও ভারি বৃষ্টির মধ্যে সৃষ্ট টর্নেডোতে ছয় জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৪৩৭ জন।

শনিবার (৮ নভেম্বর) রাজ্যটির গভর্নর জানান, শুক্রবার রাতের এই টর্নেডোতে হিও বোনিটো দু ইগুয়াসু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরটির ঘরবাড়ির অর্ধেকের বেশি ছাদ ধসে পড়েছে, পাশাপাশি বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোতে ধসে পড়া কাঠামো ও উপড়ে পড়া গাছপালায় অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, বৈদুতিক তার ছিঁড়ে পড়ায় বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, বিভিন্ন আঘাতে জখম হওয়া ৪৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হিও বোনিটো দু ইগুয়াসুর কাছের শহর গুয়ারাপুয়াভাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর