Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থী পরিবর্তনের দাবিতে খালেদা জিয়ার বাড়ির সামনে অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৬:২৯

খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি।

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তনের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইল জেলা মহিলা দলের নেতাকর্মীরা।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে গুলশানের নর্থ অ্যাভিনিউ রোডে (সোসাইটি পার্কের গেটসংলগ্ন) এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি মনোনীত এস এম ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিল করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর, সহ-সভাপতি সেলিনা খানম ও সাবেক ছাত্রদল নেতা মো. শামীম মিয়া।

নেত্রীদের দাবি, “ঘাটাইলবাসী লুৎফর রহমান আজাদকেই প্রার্থী হিসেবে দেখতে চায়। তিনি এলাকাবাসীর প্রকৃত প্রতিনিধি।”

পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করলে তারা স্থান ত্যাগ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানায়।

দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৩ আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিরোধ সাম্প্রতিক সময়ে জেলা বিএনপির রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, এই ধরনের ভেতরের দ্বন্দ্ব দলে সমন্বয়ের চ্যালেঞ্জ বাড়াতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর