Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ৪ দফা দাবিতে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৯:২৪

নীলফামারী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নীলফামারী: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সব প্রভাষকের (৩২তম থেকে ৩৭তম ব্যাচ) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের নীলফামারী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার চারটি সরকারি কলেজের প্রভাষকরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রভাষক পরিষদের জেলা আহ্বায়ক নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফরহাদ উল ইসলাম ও সদস্য সচিব নীলফামারী সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফয়জুল কবির।

বিজ্ঞাপন

পরে নীলফামারী প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন, ১২নভেম্বরের মধ্যে ৩৭ব্যাচ পর্যন্ত সব পদোন্নতিবঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি, পদোন্নতি নিশ্চিত করণে অনতিবিলম্বে সুপারনিউমারী পদসৃজন এবং পদোন্নতির সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুততম সময়ে পদ-আপগ্রেডেশনের দাবি জানানো হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের জেলা আহ্বায়ক বলেন, গত ৩০ অক্টোবর মাউশিতে মানববন্ধন, অবস্থান কর্মসুচি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ২ নভেম্বরের মধ্যে জিও জারির দাবি জানানো হয়েছিল কিন্তু অদ্যাবধি তা হয়নি। দ্রুত চার দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর