Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম

সিনিয়র করেসপন্ডেনট
৯ নভেম্বর ২০২৫ ২১:২৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২১:২৫

উত্তরায় ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খুচরা বিক্রেতা ট্রান্সকম ডিজিটাল রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র উত্তরা খালপাড়ে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। রোববার (৯ নভেম্বর) এই শোরুম উদ্বোধন করা হয়েছে। নতুন এই শোরুমে গ্রাহকরা পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডসমূহের ৫ হাজারেরও বেশি শতভাগ আসল পণ্য ও ট্রান্সকমের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক—যার মূল প্রতিশ্রুতি ‘গ্লোবাল টেকনোলজি অ্যাট লোকাল প্রাইস।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মো. শাহিদুল ইসলাম। এছাড়াও হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলামসহ ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম বলেন, ট্রান্সকম ডিজিটাল গত তিন দশক ধরে গ্রাহকদের নিকট আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবার নিশ্চয়তা প্রদান করে তাদের আস্থা অর্জন করেছে। উত্তরা সবসময়ই রাজধানী ঢাকার অন্যতম প্রাণবন্ত, দ্রুত বিকাশমান ও প্রযুক্তি-বান্ধব অঞ্চল—যা আধুনিক নগর জীবনের কেন্দ্রবিন্দু। এই প্রধান আবাসিক অঞ্চলে আধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে আমরা আনন্দের সঙ্গে উত্তরা খালপাড়ে আমাদের চতুর্থ শোরুম উদ্বোধন করেছি।

তিনি বলেন, ‘এই কৌশলগত সম্প্রসারণের মাধ্যমে আমরা বিশ্বমানের প্রযুক্তি, বিশ্বস্ত দেশি-বিদেশি ব্র্যান্ড ও সত্যিকারের সেবার অভিজ্ঞতা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে পারব। এটি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন—গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং স্থায়ী আস্থা গঠনের ধারাবাহিক অঙ্গীকার।’

নতুন শোরুমটি উত্তরার সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত। উত্তরার ১২ নম্বর সেক্টরে ২৪ ও ২৬ নং প্লটে শোরুমটির অবস্থান।

সারাবাংলা/ইএইচটি/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর