ঢাকা: ব্রাজিলের বেলেমে আগামী ১১-২১ নভেম্বর জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩০ কে সামনে রেখে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন সমূহ ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ এর ব্যানারে ১০ দফা দাবি পেশ করেছে।
রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘কপ-৩০-এর জন্য বাংলাদেশি শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর দাবিনামা পেশ’ বিষয়ক সংবাদ সম্মেলন বক্তারা এসব কথা বলেন। ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ (এনএজেটিবি) আয়োজিত বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও মন্ডিয়াল এফএনভির সহযোগিতায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলসের ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস-বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, ন্যাশনাল কোর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই) এর মেম্বার সেক্রেটারি নইমুল আহসান জুয়েল এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সিনিয়র নেতা আমিরুল হক আমিনসহ বিভিন্ন সিনিয়র ট্রেড ইউনিয়ন নেতারা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারন সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা শাকিল আখতার চৌধুরী বৈশ্বিক জলবায়ু সম্মেলনকে (কপ-৩০) কেন্দ্র করে শ্রমিকদের ১০ দফা দাবি তুলে ধরেন।
১০ দফা দাবিগুলো হলো-
- জলবায়ু সংশ্লিষ্ট প্রতিটি ধাপে (নীতি নির্ধারনে, বাস্তবায়নে, পর্যবেক্ষনে) শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্তি
- জলবায়ু অর্থায়নে শ্রমিকদের কেন্দ্রবিন্দুতে রেখে ন্যায্য অন্তর্ভুক্তিকরণ, কাজের নিরাপত্তা ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করা
- জলবায়ু নীতিমালায় শ্রমিকদের মৌলিক অধিকার সংযুক্ত করা, সকল ধরনের চুক্তিতে ন্যায্য রূপান্তর ধারা অন্তর্ভুক্ত করা
- জেন্ডার-সমতা ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তর, স্বাধীন “পর্যবেক্ষণ কর্তৃপক্ষ” গঠন, বৈশ্বিক সংহতি ও ন্যায্য দায়বদ্ধতা
- কপ-৩০-কে “ন্যায্য রূপান্তর বাস্তবায়ন কপ” হিসেবে ঘোষণা করা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন।