Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ ডিসির ওটি মেশিন সরবরাহ, স্বাস্থ্যখাতে দ্রুত সাড়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২৩:৫৭

ডায়াথার্মি মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

ঢাকা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দ্রুত উদ্যোগে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেবা পুনরায় চালু হয়েছে। অকেজো ডায়াথার্মি মেশিনের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে বন্ধ থাকা এই সেবা ফের চালু হওয়ায় উপকৃত হচ্ছেন জেলার গর্ভবতী নারীরা।

পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতি মাসে গড়ে ৪০০ গর্ভবতী নারী চিকিৎসা সেবা নেন। এখানে নিয়মিতভাবে ৩০টি স্বাভাবিক প্রসব এবং ৪ থেকে ৫টি সিজারিয়ান সেকশন পরিচালিত হয়। কিন্তু কেন্দ্রের Monopolar Diathermy মেশিন অকেজো হয়ে পড়ায় গত ১৮ অক্টোবর থেকে সিজারিয়ান অপারেশন বন্ধ হয়ে যায়।

ডা. আফসানা জাহান, মেডিকেল অফিসার (ক্লিনিক), ১৮ অক্টোবর পরিবার পরিকল্পনার উপপরিচালক শহিদুল ইসলামকে চিঠি দিয়ে জানান— “ডায়াথার্মি মেশিন বিকল থাকায় রুটিন সিজারিয়ান সেবা বন্ধ রয়েছে, যা লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করছে।” এরপর বিষয়টি ৫ নভেম্বর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিক্টোরিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

সমস্যার গুরুত্ব অনুধাবন করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা পরিষদের অর্থায়নে দ্রুত একটি নতুন ডায়াথার্মি মেশিন সরবরাহের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় রোববার (৯ নভেম্বর) নতুন মেশিনটি কেন্দ্রের কাছে হস্তান্তর করা হয়।

ডা. আফসানা জাহান বলেন, “মেশিন বিকল থাকায় দীর্ঘদিন ধরে গর্ভবতী মায়েদের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠাতে হচ্ছিল। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাজেটে নতুন মেশিন কেনার সুযোগ না থাকলেও ডিসি স্যার দ্রুত ব্যবস্থা নিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”

পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, “বাজেট স্বল্পতার কারণে অধিদপ্তর থেকে মেশিন সরবরাহ সম্ভব হয়নি। তবে জেলা প্রশাসক স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে সবসময় পাশে থাকেন। তিনি আগেও গর্ভবতী মায়েদের জন্য আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেটের সংকট দূর করেছিলেন।”

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে না। তাই মাতৃস্বাস্থ্যের প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিই; ভবিষ্যতেও দেব।”

তিনি আরও জানান, কেন্দ্রের চাহিদা অনুযায়ী শিগগিরই গ্লুকোমিটার ও রক্তচাপ মেশিনও সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর