Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
লেভানডস্কির হ্যাটট্রিক, ৬ গোলের থ্রিলারে বার্সার জয়

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ০৯:৩৯

দুর্দান্ত হ্যাটট্রিকের পর লেভানডস্কি

ইনজুরিতে বহুদিন ছিলেন মাঠের বাইরে। বার্সেলোনার হয়ে গত সপ্তাহে খেলায় ফিরলেও নিজেকে হারিয়ে খুঁজেছেন। অবশেষে রবার্ট লেভানডস্কি ফিরলেন তার স্বরূপে। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকেই সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বার্সা।

সেল্টার মাঠে প্রথমার্ধে লড়াইটা হয়েছে সমানে সমান। দুইবার পিছিয়ে পড়ে দুইবারই ম্যাচে সমতা এনেছিল স্বাগতিকরা। ১০ মিনিটের মাথায় লেভানডস্কির গোলে এইগ্যে যায় বার্সা। সেই লিড এক মিনিটও ধরে রাখতে পারেনি কাতালানরা।

১১ মিনিটের মাথায় ম্যাচে সমতা আনে সেল্টা, সারজিও ক্যারেইরার গোলে স্বস্তি ফেরে স্বাগতিকদের ডাগআউটে। ৩৭ মিনিটে আবারও বার্সাকে লিড এনে দেন লেভানডস্কি। হাফ টাইমের ঠিক আগে আবার ম্যাচে সমতা ফেরে ইলেসিয়াসের গোলে।

বিজ্ঞাপন

হাফ টাইমের বাঁশি বাজার ঠিক আগে বার্সাকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। ৩-২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডস্কি। ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বার্সা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

বিজ্ঞাপন

শহিদ নূর হোসেন দিবস আজ
১০ নভেম্বর ২০২৫ ০৯:৩৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর