ঢাকা: বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রোববার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় তার নিখোঁজের বিষয়টি জানান।
আরিফ হোসেন খান বলেন, ‘গতকাল তিনি অফিসে এসেছিলেন। ১২টার পর অফিসে ব্যাগ ও আইডি কার্ড রেখে নিখোঁজ হন। দুপুর ১২:৫৩ মিনিটে তিনি তার ব্যাচের এক সহকর্মীকে শেষ মেসেজ পাঠিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে মানসিকভাবে খুবই চাপের মধ্যে ছিলেন। আমরা সবাই তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
ব্যাংক কর্তৃপক্ষ এবং নাঈমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি নাঈম রহমানকে দেখে থাকেন বা কোনো তথ্য থাকে, তবে বাংলাদেশ ব্যাংকের যেকোনো কর্মকর্তার সঙ্গে অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তার পরিবার জানিয়েছে, ‘নাঈম রহমান রোববার সকাল আনুমানিক ১০টায় নিজ বাসা উত্তর পীরেরবাগ থেকে বাংলাদেশ ব্যাংক, মতিঝিল শাখায় যাওয়ার পর থেকে আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, নাঈম রহমানের বয়স ৩১ বছর। গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। নিখোঁজের সময় তিনি কার্থী রঙের প্যান্ট এবং সবুজ–কালো রঙের শার্ট পড়েছিলেন।