Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় তুলাচাষীদের প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৪:২০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৪:২১

বক্তব্য দিচ্ছেন ড. তাসদিকুর রহমান। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে এবং রাজস্ব বাজেটের অর্থায়নে তুলাচাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় আলুকদিয়া ইউনিটের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষের সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলে তুলা উন্নয়ন বোর্ডের কীটপতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসদিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায় এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি।

উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রূপা আক্তার, তুলা ইউনিট কর্মকর্তা আতিকুর রহমান ও শয়েন চন্দ্র বর্মন। প্রশিক্ষণে ৫০ জন তুলাচাষী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর