Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় পাইপ গান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৮:২২

উদ্ধার করা দেশীয় তৈরি পাইপ গান। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি পাইপ গান উদ্ধার হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম উপজেলার চাপিরতলা সাঙ্গিশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্যরা রাতের আঁধারে ওই এলাকায় গোপন অভিযানে গেলে এক ব্যক্তি পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পাইপ গান উদ্ধার করা হয়। অভিযানের সময় অস্ত্রধারী ব্যক্তি হিসেবে স্থানীয়রা মো. মহিন (৩০)-এর নাম শনাক্ত করেন। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সূত্রে জানা গেছে, অভিযানের আগে গোপন তথ্য পাওয়া যায় যে, মহিন অবৈধ অস্ত্রসহ এলাকায় ঘোরাফেরা করছে এবং একটি অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।

তবে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মহিন পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত দেশীয় আগ্নেয়াস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, “সেনাবাহিনীর অভিযানে একটি পাইপ গান উদ্ধার হয়েছে। এ ঘটনায় পলাতক মহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, মহিন দীর্ঘদিন ধরে এলাকায় বখাটে ও অপরাধী চক্রের সঙ্গে মেলামেশা করত। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ছিল।

চৌদ্দগ্রাম সেনাবাহিনীর অভিযান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপে এলাকায় অপরাধ দমনে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর