Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের ফোন ব্যবহার নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৯:৪৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইল ছবি

ঢাকা: রাজধানীতে পুলিশ সদস্যদের দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারে নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে শুধুমাত্র দায়িত্বরত ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

ডিএমপি বলছে, মোবাইল ফোন ব্যবহারের ফলে নিজেদের ও সাধারণ মানুষের নিরপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন পুলিশ সদস্যরা। তাই ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত পুলিশ সদস্যরা ডিউটির সময়ে মোবাইল ফোন ব্রাউজিংয়ের ফলে তাদের সতর্ক নজরদারি এবং দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকার পরও নিজেদের নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এমতাবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিউটিরত পুলিশ সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যান্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

কোনো পুলিশ সদস্য এই নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে বলা হয়। এ বিষয়ে ইউনিট ইনচার্জদের ডিউটিতে মোতায়েনের আগে ফোর্সকে ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করার জন্যও বলা হয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
১০ নভেম্বর ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর