ঢাকা: সংবিধানে গণভোট নাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর এমন বক্তব্যের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেছেন, আমিও তাহলে একটা কথা বলতে পারি, পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা। ২৬ সালে কি পাঁচ বছর পূর্তি হয়? এটা কি সংবিধানে আছে? সংবিধানের কথা বলে ওবায়দুল কাদের, শেখ হাসিনা জাতিকে বার বার বিপদে ফেলেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবিধানে গণভোটের বিধান নাই এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, ‘এই কথা যদি বলা হয় যে গণভোটের বিধান নাই, সেটা বিদ্যমান সংবিধানে নাই। পঞ্চদশ সংশোধনীর আগে গণভোট ছিল। ফ্যাসিজমের আমলে যে সংবিধান সংশোধন করা হয়েছে সেটা নিয়ে কোর্টে মামলা চলছে। চূড়ান্ত রায় আসলে আমরা বুঝবো সেটা কোথায় গিয়ে ঠেকে। দ্বিতীয়ত এই প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফ্যাসিবাদের অবস্থানকে সমর্থন করেন।’
তিনি বলেন, ‘আমিও তাহলে একটা কথা বলতে পারি, পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা। ২৬ সালে কি পাঁচ বছর পূর্তি হয়? এটা কি সংবিধানে আছে? সংবিধানের কথা বলে ওবায়দুল কাদের, শেখ হাসিনা জাতিকে বার বার বিপদে ফেলেছে। তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে। যারা এ ধরনের প্রশ্ন তোলেন সংবিধান সংবিধান। তাহলে সংবিধান বড় না জনগণের অভিপ্রায় বড়? জনগণের জন্য সংবিধান না সংবিধানের জন্য জনগণ? এ বক্তব্য আজকে আমি দিচ্ছি কিন্তু আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল সাহেব আগে বহুবার দিয়েছেন।‘
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ম-মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান, অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব কাজী আনোয়ারুল করিম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) জেনারেল সেক্রেটারি মো.কাজী নিজামুল হক প্রমুখ।