ঢাকা: বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলার বিএনপি ও জামায়াতের কয়েকজন প্রতিনিধিরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন তারা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াদিজ্জুমান দিপু, বিএনপির জেলা উপদেষ্টা ও তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, জামায়াতের মনজুরুল ইসলাম রাহাতসহ ডজন খানেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, সোমবার হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে।
পরদিন বাগেরহাটের প্রতিনিধিরা নির্বাচন ভবনে এসে প্রথমে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে শেখ ওয়াদিজ্জুমান দিপু সাংবাদিকদের বলেন, “রায়ের কপি আসেনি। আমরা তার পূর্বেই ইসি সচিব ও মাননীয় সিইসির সঙ্গে দেখা করেছি। আমরা বাগেরহাটের সব জনগণের চাওয়া তাদেরকে জানিয়েছি।’
তিনি বলেন, ‘আইনি-বেআইনি যে প্রক্রিয়ায় হোক, ইসি যে কাজটি করেছে তা দেশের সর্বোচ্চ আদালতে অবৈধ ও বেআইনি ঘোষিত হয়েছে। আমরা ইসিকে অনুরোধ জানাব, আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। আর এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাবেন না, ওই অঞ্চলের জনগণের প্রতি নতুন করে চাপ সৃষ্টি হয়।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক দল হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। চারটি আসন বহাল রাখার দাবিতে কমিশনের শুনানিও হয়।
কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্তে অটল থাকে। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসন দেওয়া হয়। গাজীপুরের আসন ৫টি থেকে বেড়ে হয় ৬টি।
পরে নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে এর আগে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের আবেদন নিয়ে হাইকোর্টে দুটি আবেদন রিট করা হয়।
সবশেষ সোমবার আগের চারটি আসন বহাল রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
আসন পুনর্বহালে দাবি নিয়ে ইসিতে বাগেরহাটের প্রতিনিধিরা
স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:৪৫
১১ নভেম্বর ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:৪৫
সারাবাংলা/এনএল/এসডব্লিউ