Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন পুনর্বহালে দাবি নিয়ে ইসিতে বাগেরহাটের প্রতিনিধিরা

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:৪৫

নির্বাচন ভবনে বাগেরহাটের প্রতিনিধিরা।

ঢাকা: বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলার বিএনপি ও জামায়াতের কয়েকজন প্রতিনিধিরা।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন তারা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াদিজ্জুমান দিপু, বিএনপির জেলা উপদেষ্টা ও তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, জামায়াতের মনজুরুল ইসলাম রাহাতসহ ডজন খানেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, সোমবার হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে।

‎পরদিন বাগেরহাটের প্রতিনিধিরা নির্বাচন ভবনে এসে প্রথমে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

‎সাক্ষাৎ শেষে শেখ ওয়াদিজ্জুমান দিপু সাংবাদিকদের বলেন, “রায়ের কপি আসেনি। আমরা তার পূর্বেই ইসি সচিব ও মাননীয় সিইসির সঙ্গে দেখা করেছি। আমরা বাগেরহাটের সব জনগণের চাওয়া তাদেরকে জানিয়েছি।’

‎তিনি বলেন, ‘আইনি-বেআইনি যে প্রক্রিয়ায় হোক, ইসি যে কাজটি করেছে তা দেশের সর্বোচ্চ আদালতে অবৈধ ও বেআইনি ঘোষিত হয়েছে। আমরা ইসিকে অনুরোধ জানাব, আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। আর এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাবেন না, ওই অঞ্চলের জনগণের প্রতি নতুন করে চাপ সৃষ্টি হয়।’

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক দল হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। চারটি আসন বহাল রাখার দাবিতে কমিশনের শুনানিও হয়।

‎কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্তে অটল থাকে। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসন দেওয়া হয়। গাজীপুরের আসন ৫টি থেকে বেড়ে হয় ৬টি।

‎পরে নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে এর আগে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের আবেদন নিয়ে হাইকোর্টে দুটি আবেদন রিট করা হয়।

‎সবশেষ সোমবার আগের চারটি আসন বহাল রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ।

‎বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিজ্ঞাপন