Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলের সংলাপ শুরু ১৩ নভেম্বর: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৭:৫৯

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ – ছবি : সারাবাংলা

ঢাকা: আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সংলাপ শুরু করবে- বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎মঙ্গলবার ১১ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

‎আখতার আহমেদ বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে। এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে দলের সঙ্গে মত বিনিময় কাযক্রমটা শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।

‎এ সময় বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের আদেশের কপি এখনও নির্বাচন কমিশন হাতে পায় নি বলে জানান তিনি।

ইসি ‎সচিব জানান, দাবি-আপত্তি শেষে সংসদীয় আসনের পুননির্ধারিত চূড়ান্ত সীমানা নিয়ে আদালতে প্রশ্ন তোলার অবকাশ নেই। তবুও রায়ের পযবেক্ষণ না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

তিনি বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৩০টি মামলা আছে। আর মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে।

‎এছাড়া গণভোট নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত কমিশন-কে জানানো হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসআর