Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ ‘দুলাভাই বাহিনী’র সদস্য আটক


১১ নভেম্বর ২০২৫ ১৭:৪০

অস্ত্রসহ মামুন কয়াল গ্রেফতার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবনে অস্ত্র ব্যবসায়ী মামুন কয়াল নামের দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ( ১১ নভেম্বর) কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারীকে আটক করে।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১ টি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ আসামিনর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর