ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।
উল্লেখ্য, সোমবার (১০ নভেম্বর) নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে হুন্দাই আই২০ একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ওই ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন। পরে তিনি গাড়িটি দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন। ওই ব্যক্তিও আবার সম্প্রতি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছেন। গাড়িটির সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।