Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৫২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নাশকতামূলক ঘটনা ও অঘটন ঠেকাতে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে। কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।‘

তিনি বলেন, ‘আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। লকডাউনকে কেন্দ্র করে মাঠে টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযানও অব্যাহত আছে।’

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে। সন্দেহভাজন কাউকে দেখলে ধরিয়ে দিন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না।’

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা যেন সহজে জামিন না পায় সে বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। সহজে যাতে জামিন না পায় এ জন্য আমরা তাদেরও অনুরোধ করব, যারা জামিন দেয়, তারা যাতে সন্ত্রাসীদের জামিন না দেয়।’

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন। এ উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওই দিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর