ঢাকা: রাজধানীর সূত্রাপুরে পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে বাসটিতে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এর আগে, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। এ ছাড়া, গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন। এ উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওই দিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।