ঢাকা: বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছে যে, অপো এ৬ প্রো এখন আবারো বাজারে পাওয়া যাচ্ছে; ডিভাইসটি প্রথম পর্যায়ে ক্রেতাদের বিপুল সাড়া পেয়েছে। ডিভাইসটির প্রথম ব্যাচ খুব অল্প সময়ের মধ্যে পুরো বিক্রি হয়ে যায়, যা বাংলাদেশে অপোর সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম প্রি-অর্ডার সেলআউটগুলোর মধ্যে অন্যতম। এই বিপুল সাফল্য অপোর উদ্ভাবন ও পণ্যের গুণগত মানের প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আস্থা ও আগ্রহকে তুলে ধরে।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো এ তথ্য জানিয়েছে।
অপো এ৬ প্রো এর অতুলনীয় পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী সক্ষমতা ও এক্সট্রিম ডিউরেবিলিটির সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে, যা এই ক্যাটাগরিতে নতুন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। ধারাবাহিকভাবে ডিভাইসটির চাহিদা বাড়তে থাকায় অপো এর সহজলভ্যতা দ্রুত নিশ্চিত করেছে, যেন আরও বেশি ক্রেতা এর অত্যাধুনিক ফিচার ও উন্নত ডিজাইন উপভোগ করতে পারেন।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘এ৬ প্রোর প্রতি সাড়া আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ক্রেতারা অপো এ৬ প্রোর প্রতি যে উৎসাহ ও আস্থা দেখিয়েছেন, তাতে আমরা সত্যিই অভিভূত। একটি মিড-রেঞ্জ স্মার্টফোনে কী থাকতে পারে, এই ডিভাইসটি তা সত্যিকার অর্থেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এমন ক্রমাগত চাহিদা মেটাতে আমরা খুব দ্রুত আবার এটিকে বাজারে নিয়ে আসতে পেরেছি বলে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। যেন আরও বেশি ব্যবহারকারী দেরি করা ছাড়াই অনন্য এই ডিভাইসটি উপভোগ করতে পারেন।’
সীমিত সময়ের জন্য অপো এ৬ প্রো’র (৮ জিবি + ২৫৬ জিবি) মূল্য এখন মাত্র ৩৪ হাজার ৯৯০ টাকা। অপো ব্র্যান্ড শপ, পার্টনার রিটেইল আউটলেট থেকে ক্রেতারা ডিভাইসটি কিনতে পারবেন।