Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলগামী ২ ‘সাংবাদিককে’ বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ইমিগ্রেশন পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৪:০২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৫:১০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা।

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাজিলগামী দুই ‘সাংবাদিককে’ ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তাদের ‘অফলোড’ করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

কথিত ওই দুই সাংবাদিককে অফলোডের কারণ হিসেবে পুলিশ বলছে, তাদের জিজ্ঞেসা করা হয়েছিল, আপনারা কোন পত্রিকার সাংবাদিক? কিন্তু তারা কোনো পত্রিকা, প্রতিষ্ঠান বা টেলিভিশনের নাম বলতে পারেনি। এছাড়া, তাদের সন্দেহ করেছিল ইমিগ্রেশন পুলিশ ও ইথিওপিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ওই দুইজনের বেশভূষা, চালচলন, কথাবার্তা সবকিছুতে সন্দেহ হলে ইথিওপিয়া এয়ারলাইন্স তাদের ওয়েটিং রুমে বসিয়ে রাখে। কারণ, তাদের ওপর এরকমই নির্দেশনা ছিল বলে এয়ারলাইন্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এরপর ইমিগ্রেশন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৪টা ৫০ মিনিটের ফ্লাইটের আগেই পাসপোর্টে অফলোড লিখে ফেরত পাঠায়।

এ ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমনিতেই অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে ব্রাজিলে মানবপাচার হচ্ছে। এ কারণে ভিসা বন্ধ করে দেয় ব্রাজিল-৩০ কপ কর্তৃপক্ষ। দেশটিতে যে আসলেই মানবপাচার হচ্ছিল কথিত এই দুই ‘সাংবাদিককে’ অফলোড করার মাধ্যমে তা প্রমাণিত হলো।

তবে ওই দুইজনের নাম প্রকাশ করা হয়নি। আসলেই তারা সাংবাদিক কি না সেটিও জানা যায়নি। তাদের সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয়নি। সাংবাদিকতার আড়ালে আসলে তারা ব্রাজিলে ঢুকতে চেয়েছিল বলে জানায় ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আতিক জানান, খুবই কড়াকড়ির মাধ্যমে ব্রাজিলগামী যাত্রী ও সকল সাংবাদিকদের কাগজপত্র দেখে এখান থেকে ছাড়া হচ্ছে।

সারাবাংলা/ইউজে/এনজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর