Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৫:৫৩

ভুক্তভোগী ছাত্রী সাইদা বেগম।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রধান শিক্ষক।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে। তবে ক্লাশরুমের ভেতরের সিসিটিভির একটি ভিডিও ফুটেজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ।

বুধবার (১২ নভেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪)-কে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আহত করেন। পরে ঐ ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ছাত্রী সাইদা বেগমের পিতার নাম মুজিবুর রহমান, তিনি পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। ছাত্রী সাইদা বেগম বলেন, স্যার আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর