Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে গণপরিবহণ চালানোর ঘোষণা মালিক সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২০:২০

গণপরিবহণ। ছবি: সংগৃহীত

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণপরিবহণ চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যাতে কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য পরিবহণ মালিকসহ প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।’

বিজ্ঞাপন

জোবায়ের মাসুদ বলেন, ‘গত ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পরিবহণ শ্রমিকরা। বুধবার (১২ নভেম্বর) রাতভর এবং বৃহস্পতিবার তারা টার্মিনাল পাহারা দেবেন।’

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এর প্রভাব পড়েছে সড়কে যানবাহন চলাচলে। অন্য দিনের তুলনায় আজ ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহণ কিছুটা কম দেখা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর