Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২০:৫১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২২:০২

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের কথিত লকডাউন ঠেকাতে এনসিপির এক নেতা হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তিনি দাবি করেন, আওয়ামী লীগের কার্যক্রম এখন কার্যত বন্ধ হয়ে গেছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শুনলাম, কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। কালকে সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন শুধু কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আরেকটি খবর এসেছে—আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। মামলা তো তুলেই নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে। নতুন করে আর কী তুলবেন? বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে, সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন।’

তিনি অভিযোগ করেন, ‘চাঁদাবাজি ও মামলা বাণিজ্য— এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে আর কোনো কাজ লেখা নেই। যদি বিএনপির সফলতা বলেন, তবে তাদের দুটি সফলতা— এক, চাঁদাবাজি; দুই, মামলাবাজি। এই দুইটা নিয়ে তারা জনগণের কাছে ভোট চাইবে, কিন্তু ভোট নয়, মানুষ তাদের জুতা দেবে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দেখা দিলেও দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষার জন্য এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সব দল একসঙ্গে না হলে বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর