ঢাকা: বাংলাদেশে গণতন্ত্র বিনাশ ও রাজনৈতিক সর্বনাশের প্রতিটি অধ্যায়ের সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, দেশের ইতিহাসে যত রাজনৈতিক দুর্ঘটনা ঘটেছে, তার মূলে ভূমিকা ছিল আওয়ামী লীগের।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের যত দুর্ঘটনা ঘটেছে, গণতন্ত্রের বিনাশ ও সর্বনাশ হয়েছে, তার সব কিছুর সঙ্গে আওয়ামী লীগ জড়িত। অনেক দুষ্ট লোক বলেন—শহিদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ, শেখ হাসিনা পরোক্ষভাবে জড়িত।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যত গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কার, দেশের সমৃদ্ধি ও উন্নয়ন— সবই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে।’
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব তারেক রহমানের মধ্য দিয়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।’
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।