ঢাকা: ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে বস্তি এলাকার মানুষকে উচ্ছেদ না করে, তাদের জন্য সরকারিভাবে গৃহায়ন প্রকল্প হাতে নেওয়া হবে এবং প্রতিবন্দিদেরকে প্রশিক্ষিত করে কর্মক্ষম হিসাবে গড়ে তোলা হবে। মানবিক ঢাকা-১৭ গড়তে আমরা বদ্ধপরিকর।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা-১৭ আসনের ভাষানটেক বস্তির বাস্তুহারা অসহায় ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে ঢেউটিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ঢাকা-১৭ আসনের ভেতর ভাষানটেক বস্তিসহ আরও ২টি বস্তি রয়েছে। যেখানে মানুষ একই রুমে ছেলে-মেয়েসহ খুবই মানবেতর জীবনযাপন করে। ঘরগুলো খুবই নিন্ম মানের। বৃষ্টির সময় পানি পড়ার কারণে ঘরে বসবাস অনুপোযোগী হয়ে যায়। সমাজে যারা প্রতিবন্ধী, তারা সমাজের বোঝা নয়। তারা সমাজের অংশ। পরিকল্পিতভাবে তাদেরকে কাজে লাগাতে পারলে, তারাও জাতির সম্পদ হিসেবে পরিগণিত হবে।’
ঢেউটিন বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্যান্টনমেন্ট থানা আমির আব্দুস সাকী, ঢাকা-১৭ আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল। সভাপতিত্ব করেন ভাষানটেক থানা আমির ডা. আহসান হাবীব, সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ইকবাল হুসাইন।