Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্য ডে অব জার্মান ইউনিটি’ অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২১:৩৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২২:৪৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: ‘দ্য ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষ্যে জার্মান দূতাবাসে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ ও মিস. ইভানা লোৎজ-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ অনুষ্ঠানে যোগদান করেন। তাদের সঙ্গে ছিলেন আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

‘দ্য ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষ্যে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ- এর নিকট হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় জার্মান সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর